Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫০০ জন আহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার পর বিস্ফোরণে বন্দরটি কেঁপে ওঠে বলে জানিয়েছে তেহরান টাইমস।
বিস্ফোরণের একটি সিসিটিভি ভিডিও প্রকাশ করেছে স্থানীয় মেহের নিউজ। সেখানে দেখা যায়, ঘড়ির কাটা যখন ঠিক দুপুর ১২টা ৬ মিনিট, তখনই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দর। বড় অংশ জুড়ে ওই বিস্ফোরণের পর ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় আকাশে।
রয়টার্স লিখেছে, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার পরমাণু আলোচনার মধ্যে বিস্ফোরণের এ ঘটনা ঘটল। বিস্ফোরণের কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বন্দরটির কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হয়েছে। এতে প্রাণহানি হয়েছে কিনা, সেটি এখনও স্পষ্ট নয়।
স্থানীয় একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, শহীদ রাজী বন্দরে থাকা বেশ কয়েকটি কন্টেইনারে বিস্ফোরণ হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারা হাসপাতালে পাঠাচ্ছেন।
বিস্ফোরণে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন স্থানীয় কর্তৃপক্ষ। বিস্ফোরণ এলাকা থেকে ট্রাকগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণের জায়গাটিতে বিপজ্জনক পণ্য ও রাসায়নিকও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।