30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

কানাডায় ‘লাপু লাপু’ উৎসবে গাড়িচাপায় জনতা আহত, প্রাণহানির আশঙ্কা”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো ‘লাপু লাপু’ উৎসবে জনতার ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময়ে শনিবার রাত ৮টার দিকে ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটে এ ঘটনা ঘটে।

ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, ঘাতক চালককে আটক করা হয়েছে। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম বলেছেন, ‘লাপু লাপু উৎসবের এ ঘটনায় আমি গভীর মর্মাহত।’

তিনি বলেন, ‘আমরা দ্রুত আরও তথ্য জানাতে চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত ভ্যাঙ্কুভার পুলিশ নিশ্চিত করেছে—এই ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অনেকেই আহত হয়েছেন। এই কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্ত সবার পাশে আছি। বিশেষ করে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা রইল।’

ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের গাড়ি দাঁড়িয়ে আছে। মাটিতে পড়ে আছেন হতাহত ব্যক্তিরা।

ভ্যাঙ্কুভারের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সিসিটিভি নিউজকে জানিয়েছেন, তিনি দেখেছেন, একটি কালো রঙয়ের গাড়ি এলোমেলোভাবে চলছে। এর কিছুক্ষণ পর এটি ভিড়ের ওপর উঠে পরে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ‘লাপু লাপু উৎসবে এমন ভয়াবহ ঘটনায় আমি খুবই মর্মাহত। এ ঘটনায় কানাডার ফিলিপিনো কমিউনিটির যারা আহত বা নিহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আমরা সবাই আপনাদের সঙ্গে শোকহত।’

কানাডার ফেডারেল সরকার এ ঘটনা খুবই গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ঘটনা তদন্ত চলমান রয়েছে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী।

এদিকে কানাডার নিউ ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য ডন ডেভিস ঘটনাটিকে ‘ভয়াবহ হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি টুইট করে  বলেন, ‘আমি সব ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’

কী এই লাপু লাপু উৎসব?

লাপু লাপু ডে ব্লক পার্টি একটি স্ট্রিট ফেস্টিভাল। এটি ফিলিপিনো সংস্কৃতি উদযাপন ও লাপু লাপু নামে পরিচিত দাতু লাপু লাপুর স্মরণে আয়োজিত হয়।

দাতু লাপু লাপু ছিলেন ফিলিপাইনের প্রথম জাতীয় বীর। ১৫২১ সালে স্প্যানিশ উপনিবেশবাদীদের বিরুদ্ধে ম্যাকটান যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

২০২৩ সাল থেকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ২৭ এপ্রিল দিনটি ‘লাপু লাপু ডে’ হিসেবে স্বীকৃত। উৎসবটি আয়োজিত হয় দক্ষিণ ভ্যাঙ্কুভারের সানসেট এলাকায়।

মূলত জন অলিভার সেকেন্ডারি স্কুল থেকে ইস্ট ৪৯তম অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় এবং ফ্রেসার স্ট্রিটের পশ্চিম পাশের পার্কিং লটে লাপু লাপু উৎসব অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

১১ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, দেয়া হলো সতর্ক সংকেত

নিউজ ডেস্ক : চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো...