28 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

হয়রানিমূলক মামলায় ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীদের জন্য ক্ষতিপূরন চাইলেন আমীর খসরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

আওয়ামী লীগের প্রায় দেড় দশকের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা ও হয়রানির ব্যাপারে প্রশ্ন তুলে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানতে চান, এই নেতাকর্মীদের ক্ষতিপূরণ কে দেবে?

নিরাপদ সড়ক আন্দোলনে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পাওয়ার পর রোববার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রাজধানীর শাহবাগ থানার মামলায় আমীর খসরু ও আরও চারজনকে খালাস প্রদান করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খসরু বলেন, “আমার বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে। গত কয়েক বছরে প্রতি সপ্তাহে অন্তত দুই দিন আমাকে আদালতে যেতে হয়েছে। এখান থেকে মুক্তি পেতে কত সময় লাগবে, তা আমি জানি না। আজ একটি রায় হয়েছে, তবে আরও অনেক মামলা রয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে শুধু আমি না, বিএনপির ৬০ লাখেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তাদের অনেককে জেলে নেওয়া হয়েছে, গুম, খুন বা তাদের বাড়ি ছাড়তে হয়েছে। চাকরি বা ব্যবসা হারাতে হয়েছে।”

এ বিষয়ে খসরু বলেন, “এখন এই নেতাকর্মীদের কী হবে? তাদের ক্ষতিপূরণ কে দেবে? রাষ্ট্র কি তাদের ক্ষতিপূরণ দেবে? গণতন্ত্রের আন্দোলনের মূল ভিত্তি যারা তৈরি করেছিলেন, গত ১৫ বছর ধরে যারা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তাদের সম্পর্কে আজও কোনো কথা শুনছি না।”

তিনি সবাইকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার আহ্বান জানিয়ে বলেন, “যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন, স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, যারা ১৫-১৬ বছর ধরে ত্যাগ স্বীকার করেছেন, সবকিছু হারিয়েছেন, তাদের ক্ষতিপূরণের বিষয়ে কোনো পদক্ষেপ তো দেখছি না। আমার মনে হয়, এটি আমাদের সবাইকেই চিন্তা করতে হবে।”

বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে জানতে চাইলে খসরু বলেন, “আমরা চাই একটি মুক্ত ও স্বাধীন বিচার বিভাগ, যেটির জন্য আমরা ১৫-১৬ বছর ধরে সংগ্রাম করেছি। বিচারের নামে প্রহসনে লাখ লাখ মানুষ নিঃস্ব হয়েছে, জীবন হারিয়েছে, এবং অনেকেই পুলিশ কাস্টডিতে মৃত্যুবরণ করেছেন। এর ক্ষতিপূরণ কে দেবে? বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া কোনো দেশে গণতন্ত্র টিকতে পারে না।”

বিচার বিভাগের স্বাধীন সচিবালয় গঠন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এটা আমাদের প্রস্তাব ছিল। যদি এখন বাস্তবায়ন না হয়, তবে আমাদের সময় এটি বাস্তবায়িত করব। আমরা অবশ্যই তা করব।”

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...