30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায়ের দায়ে সুপারের কারাদণ্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
এম.এ. কিবরিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মো. আবদুল হালিম নামের এক মাদ্রাসা সুপারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ডাদেশ দেন।

মো. আবদুল হালিম উপজেলার চকদিগা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার।

রবিবার (২৭ এপ্রিল) মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের সময় তিনি হাতেনাতে ধরা পড়েন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার (২৭ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষা ছিল।
চকদিগা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. আবদুল হালিম দায়িত্বে না থাকলেও পরীক্ষা চলাকালে তিনি কেন্দ্রে গিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে কেন্দ্রের বাইরে পাঠানোর চেষ্টা করেন। ওই সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার কেন্দ্রে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আবদুল হালিমকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডিত মাদ্রাসা সুপার মো. আবদুল হালিমকে কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

হেরে যাওয়ার পর দর্শকের ওপর তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : আজকের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটি ছিল শুধুমাত্র একটি খেলা নয়, বরং একটি মর্যাদার লড়াই।...