28 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনা: চীনের সঙ্গে আলোচনায় ইসলামাবাদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এবার বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসে ইসলামাবাদ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক ডার রোববার (২৭ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে একটি টেলিফোন আলাপনে অংশ নেন। এই গুরুত্বপূর্ণ আলোচনা চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হয়েছে, যা পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম পাকিস্তান টুডে উল্লেখ করেছে।

খবরে বলা হয়েছে, আলোচনায় ইশাক ডার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার উন্নতির পাশাপাশি একতরফা ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, দুই নেতা শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সব স্তরে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।

ইশাক ডার আলোচনায় ভারতের একতরফা ও অবৈধ কর্মকাণ্ড এবং পাকিস্তানবিরোধী ভিত্তিহীন প্রচারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি চীনের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের ‘ইস্পাত কঠিন’ বন্ধুত্ব এবং সর্বকালীন কৌশলগত অংশীদারিত্বের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ডার আরও বলেন, পাকিস্তান ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই দেশের মধ্যে সর্বক্ষেত্রে অংশীদারত্ব সম্প্রসারণে কাজ করবে।

এর আগে শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং ইশাক ডারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেসময় চীনা রাষ্ট্রদূত ভারতের কারণে সৃষ্ট উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তানকে কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

উল্লেখযোগ্য, ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে এবং ইসলামাবাদ বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। অপরদিকে পাকিস্তান অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

এই দুই প্রতিবেশী দেশের পাল্টাপাল্টি অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...