16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া রক্ষায় সজাগ থাকার আহ্বান নুরুল হক নূর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া যেন কেউ ঝুঁকিতে ফেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

সোমবার (২৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নুরুল হক নূর বলেন,
“যেকোনো মূল্যে এই সরকারকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি বা দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সর্বাগ্রাধিকার দিতে হবে।”

বৈঠকের সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, রাষ্ট্র সংস্কার বিষয়ে ৩৫টি দলের পক্ষ থেকে প্রস্তাব জমা পড়েছে। তিনি বলেন,
“বাংলাদেশের তরুণরা প্রাণ দিয়ে যে সম্ভাবনার সৃষ্টি করেছে, আমাদের সেই সম্ভাবনাকে বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে।”

ঐকমত্য কমিশন জানিয়েছে, লিখিত মতামতের ভিত্তিতে ১৬৬টি সংস্কার প্রস্তাব নিয়ে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...