33.5 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

বজ্রপাতে কুমিল্লার দুই উপজেলায় নিহত চার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও একজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মুরাদনগরের কুরবানপুর এলাকায় দুজন কৃষক এবং বরুড়ার হরিপুর অঞ্চলে দুই শিক্ষার্থী বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।

বরুড়া উপজেলার বাঙ্গুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, কুরবানপুর গ্রামে কবরস্থানের পাশের ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক নিখিল দেবনাথ ও জুয়েল ঘটনাস্থলেই মারা যান।

বরুড়ার পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম বিপ্লব জানান, কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মাঠে কয়েকজন কিশোর ঘুড়ি উড়াচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ফরহাদ হোসেন ও সায়মন হোসেন নিহত হন। তারা দুজনই শিক্ষার্থী ছিলেন।

গুরুতর আহত অবস্থায় আরও এক কিশোরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধার কার্যক্রম চলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

র‍্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ

খবরের দেশ ডেস্কঃ রাজধানীর শাহবাগ এলাকায় র‍্যাব পরিচয়ে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ সংঘবদ্ধ ডাকাত দলের...