Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, আসিফ নজরুল, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের বিষয়ে সরকার বদ্ধপরিকর। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন, ২৭ এপ্রিল রাত ১টার দিকে, দেশে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার বিষয়ে জনগণকে অবহিত করেন।
পোস্টে আসিফ নজরুল জানান, জুলাই মাসে গণআন্দোলনের এক শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকির গ্রামে নিজের বাবার পাশে তাকে দাফন করা হয়েছে, এই ঘটনা জাতিকে স্তম্ভিত করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার বিচার কার্যক্রম শুরু হবে।
তিনি আরও উল্লেখ করেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে বিচারাধীন রয়েছেন, এবং তাদের জামিনে মুক্তি পাওয়ার খবরটি ভুল হিসেবে প্রচারিত হচ্ছে। তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। খুব শিগগিরই চার্জশিট দেওয়া হবে এবং বিচার শুরুর ৯০ দিনের মধ্যে রায় প্রদান করা হবে, যা সংশোধিত আইনে বাধ্যতামূলক। তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে, বিচার প্রক্রিয়া আরও দ্রুত শেষ হতে পারে।
আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের চার্জশিট পাওয়ার পর বিচারকাজ শুরু হয়েছে, এবং ডিএনএ স্যাম্পল ও ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তিনি আশাবাদী যে বিচার কাজ দ্রুততম সময়ে শেষ হবে। তিনি জানান, বিচারকের পক্ষ থেকে ৭ কার্যদিবসের মধ্যে রায় প্রদান আশা করা হচ্ছে।
এছাড়াও, তিনি ন্যায়বিচারের জন্য কিছুটা ধৈর্যধারণের আহ্বান জানান, যাতে উচ্চ আদালতে কোন আপিলের সম্ভাবনা না থাকে। তিনি বলেন, “ন্যায়বিচারের প্রক্রিয়া সময়সাপেক্ষ হতে পারে, তবে সঠিকভাবে বিচার না হলে রায়ের স্থায়িত্ব প্রশ্নবিদ্ধ হতে পারে, যা আরও ক্ষতিকর হবে।”
এমনকি, তিনি জানান, সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানে দৃঢ়প্রতিজ্ঞ এবং আইনগত ব্যবস্থায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।