Your Ads Here 100x100 |
---|
২০২৫ সালের হজযাত্রার প্রথম ফ্লাইট উড়াল দেবে দক্ষিণ আফ্রিকার আকাশ থেকে।
২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে পবিত্র সৌদি ভূমিতে অবতরণ করবে হজযাত্রীবাহী সেই প্রথম ফ্লাইট,
যার মাধ্যমে সূচিত হবে এবারের হজ মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা।
এরপর একে একে বিশ্বের নানা প্রান্ত থেকে আগমন ঘটবে হাজারো আল্লাহপ্রেমিকের,
ধরার বুকে বইবে পবিত্রতার সুবাস।
দক্ষিণ আফ্রিকার ফ্লাইটের ঠিক একদিন পর, ২৯ এপ্রিল
বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকেও রওনা হবে কাঙ্ক্ষিত হজের ফ্লাইট।
আর ২ মে ইন্দোনেশিয়ার হজযাত্রীরা পা রাখবেন সৌদি ভূমিতে।
পুণ্যভূমিতে অবতরণ করা হজযাত্রীদের স্বাগত জানাবেন
জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও
মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরের প্রতিনিধিরা।
প্রথমদিকে আগত যাত্রীরা সরাসরি মক্কা ও মদিনার নির্ধারিত আবাসনে পৌঁছে যাবেন শান্তির নীড়ে।
এদিকে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৫ সালের হজযাত্রীদের জন্য জারি করেছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা।
নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবে প্রবেশের পূর্বে নিতে হবে নির্দিষ্ট টিকা,
আর হাজী ক্যাম্প থেকে সংগ্রহ করতে হবে হলুদ কার্ড—
পুণ্য যাত্রাকে করতে হবে নিখুঁত ও নিরাপদ।