- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
বরগুনার আমতলীতে বজ্রপাতে রিপন হাওলাদার (২৩) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত রিপন আলগী গ্রামের বাসিন্দা বশির হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গ্রামের মাঠে গরু চরাতে গিয়েছিলেন রিপন। একপর্যায়ে ভারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে গাজীপুর পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির বলেন, “মাঠে গরু চরাতে গিয়ে রিপন হাওলাদার বজ্রপাতে নিহত হয়েছেন।”
এছাড়া আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”