Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, কোনো ব্যক্তি বা দলকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা যাবে না। সোমবার (২৮ এপ্রিল) পুলিশ সপ্তাহ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন।
আইজিপি জানান, ৫ আগস্টের পর কিছু লোক অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে টাকা আদায়ের জন্য এবং হ্যারাস করার জন্য মামলা দায়ের করেছে। তিনি বলেন, “অপরাধ হয়েছে হয়তো ৫-১০ জনের, কিন্তু তাদের সঙ্গে নাম যোগ করে আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকালও এমন একটি ঘটনা ঘটেছে।”
বাহারুল আলম আরও বলেন, “আমি ইতোমধ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছি যে, কাউকে যেন হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা না হয়। তদন্তের মাধ্যমে যদি কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যায়, কেবলমাত্র তাদেরকেই গ্রেপ্তার করা হবে।”
তিনি আরো বলেন, “অনেক সময় আমাকে নানা ধরনের অন্যায় আবদারের মুখোমুখি হতে হয়—কেউ অনুরোধ করেন, কাউকে গ্রেপ্তার করুন, কেউ আবার অন্য কাউকে মুক্তির জন্য আবদার করেন, কেউ পদক দেওয়ার জন্য বলেন।” তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত মন্তব্য করেননি।
আইজিপি দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, “কেউ যদি মামলা করতে আসে, তার সত্য-মিথ্যা যাচাই করার দায়িত্ব পুলিশের নেই। বর্তমানে মামলা নিয়ে আসা হয় ব্যক্তিগতভাবে, পুলিশকে কেবল সেই মামলা রুজু করতে হয়।” তিনি যোগ করেন, “পরে তদন্তের মাধ্যমে আমরা অভিযোগের সত্যতা যাচাই করি এবং যা সত্য তা আদালতে পাঠানো হয়।”