Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশে উল্লেখ করা হয়, মেরাদিয়া এলাকার পরিবেশ, জনদুর্ভোগ ও স্থানীয় বাসিন্দাদের স্বার্থ বিবেচনায় পশুর হাট বসানো অনুচিত। ফলে, চলতি বছর ওই এলাকায় হাট বসানো যাবে না।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানান, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেরাদিয়ায় পশুর হাট বসানোর জন্য একটি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন এবং রুল জারি করেন।
এ বিষয়ে রিটে যুক্ত থাকা আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, বনশ্রী একটি পূর্ণাঙ্গ আবাসিক এলাকা। প্রতিবছর মেরাদিয়ায় হাট বসানোর ফলে এটি পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে, যা বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করে। এ কারণে এলাকাবাসীর স্বার্থে এই রিট আবেদন করা হয়েছিল বলে তিনি জানান।