27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এ আদেশ দেন।

সেদিন মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম, সিদ্দিককে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকায় সিদ্দিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে একদল যুবক মারধর করে রমনা থানায় হস্তান্তর করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছেঁড়া জামাকাপড়ে সিদ্দিককে একদল যুবক টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এ সময় কয়েকজন তার গায়েও হাত তোলেন। দৃশ্যমানভাবে কান্নারত ছিলেন এ অভিনেতা।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে একাধিকবার মনোনয়ন চেয়েছিলেন সিদ্দিক। তবে কোনোবারই তিনি মনোনয়ন পাননি।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়, গত ১৯ জুলাই, গুলশানের শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...