26 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব, যা বললেন ভাই সোহেল রানা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জনপ্রিয় চিত্রনায়ক রুবেলের মৃত্যুর ভুয়া গুজব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তার বড় ভাই, বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ফেসবুকের একাধিক ভুয়া আইডি থেকে রুবেলের মৃত্যুর খবর ছড়ানো হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে সোহেল রানা তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টের সঙ্গে তিনি দুই ভাইয়ের একটি স্থিরচিত্রও যুক্ত করেন। আরও লিখেন, ‘আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। ভবিষ্যতে কেউ এমন মিথ্যা প্রচার চালালে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

দীর্ঘ অভিনয়জীবনে রুবেল কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় ও সুপারহিট সিনেমায়। অ্যাকশন ঘরানার ছবিতে তিনি নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। যদিও সাম্প্রতিক সময়ে তাকে পর্দায় নিয়মিত দেখা যায়নি, তবে সর্বশেষ তিনি অভিনয় করেছেন রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’-তে।

বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং ভক্তদের আশ্বস্ত করেছেন—শিগগিরই আবারও নতুন প্রজেক্টে দেখা যাবে তাকে।

অন্যদিকে, সোহেল রানা (আসল নাম মাসুদ পারভেজ) অভিনয় জগৎ থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি রাজনীতিতেও আর সক্রিয় থাকবেন না বলে জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

সোহেল রানা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক উজ্জ্বল নাম। প্রযোজক হিসেবে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার প্রতিষ্ঠিত ‘পারভেজ ফিল্মস’ থেকে নির্মিত হয় দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’

১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অবলম্বনে নির্মিত সেই সিনেমা দিয়েই দর্শকহৃদয়ে জায়গা করে নেন তিনি। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক কিংবদন্তি ব্যক্তিত্ব।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...