18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

২০ মাস পর রিজার্ভ আবার ২২ বিলিয়ন ডলার ছাড়াল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

২০ মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলারে। এর আগে ২০২৩ সালের আগস্টে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার, যা পরবর্তী মাসে নেমে আসে ২১ দশমিক ০৫ বিলিয়ন ডলারে। এরপর দীর্ঘ সময় ধরে রিজার্ভ ২২ বিলিয়নের নিচেই অবস্থান করছিল।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে জানান, অর্থপাচার হ্রাস পাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। পাশাপাশি রপ্তানি খাতে উচ্চ প্রবৃদ্ধিও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রাখছে। তিনি বলেন, “ডলারের বিনিময় মূল্যও এখন স্থিতিশীল রয়েছে। এসবই বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত।”

উল্লেখযোগ্য যে, দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২২ সালের আগস্টে—৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলার। সেখান থেকে ক্রমান্বয়ে কমে গত বছরের জুলাই শেষে তা দাঁড়ায় ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে, যা ছিল সরকারের পতনের আগের সময়কাল। তবে সরকারের পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছে; বরং বাজার থেকে ডলার সংগ্রহ করছে। একইসঙ্গে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে পূর্বের ৩২০ কোটি ডলারের দায়ও পরিশোধ করা হয়েছে।

এর পরও রিজার্ভে ধারা ফিরেছে ঊর্ধ্বমুখী। পাশাপাশি দীর্ঘদিন ধরে ডলারের দাম ১২২ টাকায় স্থিতিশীল থাকায় আর্থিক খাতে আস্থা ফিরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...