32 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে শুল্ক ফাঁকির অনুসন্ধান দুদকের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কে পাশ কাটিয়ে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির মাধ্যমে ৪ হাজার ৫০০ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর চেয়ারম্যানের কাছে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ও তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে কমিশন। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রেজাউল করিম চিঠিতে স্বাক্ষর করেছেন।

আজ বুধবার রাজধানী ঢাকা, সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমেদ কায়কাউস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করার মাধ্যমে সরকারের ৪ হাজার ৫০০ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে অনুসন্ধান চলছে।

সুষ্ঠু তদন্তের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে পত্র পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে চাহিত রেকর্ডপত্র সরবরাহ করতে অনুরোধ করা হয়েছে। চিঠিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলায় রূপান্তরিত করা হবে : হাসান মামুন

  মো: জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালীপ্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল...