26 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন হতে পারে। সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশসহ কয়েকটি দেশে ঈদ উদযাপন করা হয়, ফলে যদি ৬ জুন সৌদি আরবে ঈদ হয়, তবে বাংলাদেশে ৭ জুন (শনিবার) ঈদের নামাজ হতে পারে।

মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের জনগণ এই বছর ঈদুল আজহায় লম্বা ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে আরব আমিরাতে চাঁদ ওঠবে। ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে এবং অর্ধচন্দ্রটি সহজেই দেখা যাবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায়, পরদিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে চাঁদ দেখা যায়। সে অনুযায়ী, ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদ হলে, বাংলাদেশে ৭ জুন (শনিবার) ঈদ উদযাপিত হবে।

এছাড়া, আরব আমিরাতে ইতিমধ্যেই ৫ জুনকে আরাফাতের দিন হিসেবে ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৬ থেকে ৮ জুন পর্যন্ত ঈদের ছুটি দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...