26 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

এক দলের হয়ে সর্বোচ্চ উইকেট! টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন নারিন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

টি-টোয়েন্টি ক্রিকেটে এক দলে থেকে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ডে নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনিল নারিন। ভারতের মাটিতে চলমান আইপিএলে বল, ব্যাট, ফিল্ডিং এবং অধিনায়কত্বে নিজের দক্ষতা দেখিয়ে নজর কেড়েছেন এই ক্যারিবীয় তারকা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন তিনি।

নাইট রাইডার্সের হয়ে এই ম্যাচে নারিন বল হাতে চার ওভারে ২৯ রান দিয়ে শিকার করেন তিনটি মূল্যবান উইকেট। এর মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার মোট টি-টোয়েন্টি উইকেট দাঁড়িয়েছে ২০৮।

এই সংখ্যার মাধ্যমে তিনি যুক্ত হলেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেলের সঙ্গে, যিনি নটিংহ্যামশায়ারের হয়ে ২০৮ টি-টোয়েন্টি উইকেট শিকার করেছেন। তবে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো—সামিতকে এই কীর্তি গড়তে খেলতে হয়েছে ২৩৩টি ম্যাচ, যেখানে নারিন তা করেছেন মাত্র ১৯৫ ম্যাচে।

এক দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারিদের তালিকায় তৃতীয় স্থানে আছেন ক্রিস উড (হ্যাম্পশায়ার, ১৯৯ উইকেট), চতুর্থ স্থানে লাসিথ মালিঙ্গা (মুম্বাই ইন্ডিয়ান্স, ১৯৫ উইকেট) এবং পঞ্চম স্থানে রয়েছেন ডেভিড পেইন (গ্লস্টারশায়ার, ১৯৩ উইকেট)।

২০১২ সালে আইপিএল যাত্রা শুরু করা সুনিল নারিন প্রথম মৌসুম থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। প্রথম বছরেই দলকে শিরোপা এনে দেন তিনি। এরপর ২০১৪ ও ২০২৪ সালে দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

এই ১৩ বছরে কেকেআরের হয়ে তিনি খেলেছেন ১৯৫টি ম্যাচ, যেখানে আইপিএলে তার উইকেটসংখ্যা ১৯০। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে নিয়েছেন আরও ১৮ উইকেট।

এমন অসাধারণ ধারাবাহিকতায় সুনিল নারিন কেবল কেকেআর নয়, টি-টোয়েন্টি ইতিহাসেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য অলরাউন্ডার হিসেবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...