Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
মহান মে দিবস উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে একটি শ্রমিক সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। সমাবেশে আরও বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের ১২ দফা দাবি উত্থাপন করবে।
সমাবেশ সফল করতে ইতোমধ্যে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো, বিশেষ করে শ্রমিক দল মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। শ্রমিক সংগঠনের বিভিন্ন ইউনিটকে সমাবেশে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে।
সমাবেশ উপলক্ষে বুধবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১২ দফা দাবির প্রচারে রাজধানীজুড়ে লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চল থেকেও ব্যাপক সংখ্যক শ্রমিকের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এ সমাবেশকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (১৯৭৮) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (১৯৯১) যেভাবে শ্রমিক সমাবেশে বক্তব্য দিয়েছেন, সেই ধারাবাহিকতায় এবার বক্তব্য দেবেন তারেক রহমান।
সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। তিনি জানিয়েছেন, সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শ্রমজীবী মানুষের অধিকার ও সমস্যাবলী তুলে ধরে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিপুলসংখ্যক শ্রমিক ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি সফল ও স্মরণীয় হয়ে থাকবে।