24 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

জাপানের ওসাকায় স্কুলছাত্রীদের ওপর গাড়ি উঠিয়ে হামলা, যুবক গ্রেফতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জাপানের ওসাকা শহরে সাত স্কুলছাত্রকে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, স্কুল শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীরা এই হামলার শিকার হয়।

২৮ বছর বয়সী অভিযুক্ত যুবক টোকিওর বাসিন্দা। তাকে হত্যাচেষ্টার অভিযোগে ওসাকা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এনএইচকে’র খবরে বলা হয়, পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন, তিনি সবকিছুতে বিরক্ত হয়ে পড়েছিলেন এবং তাই কাউকে হত্যা করার উদ্দেশ্যেই গাড়িটি শিশুদের দিকে চালিয়ে দেন।

আহত সাত শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী নিপ্পন টিভিকে বলেন, “গাড়িটি হঠাৎ শিশুদের ওপর উঠে যায়। কিছু বোঝার আগেই একটি মেয়ের শরীর রক্তাক্ত হয়ে যায়। অন্যরাও গুরুতর আঘাত পায়।”

আরেকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, হামলাকারী সার্জিক্যাল মাস্ক পরা অবস্থায় ছিলেন এবং তাকে দেখেই হতাশ মনে হচ্ছিল। ঘটনার পরপরই আশেপাশে থাকা শিক্ষকরা তাকে গাড়ি থেকে টেনে বের করেন।

এই ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পুলিশ ইতোমধ্যে হামলার পেছনের বিস্তারিত কারণ ও হামলাকারীর মানসিক অবস্থা খতিয়ে দেখছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

একলা ক্রেডিট নিতে গিয়ে দেশ ধ্বংস করবেন না’ — মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কী...