33 C
Dhaka
বুধবার, মে ৭, ২০২৫

পাকিস্তান থেকে পন্য আমদানি নিষিদ্ধ করলো ভারত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

শনিবার (৩ মে) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত সরকার জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রফতানির যে কোনো পণ্যের প্রবেশ বন্ধ থাকবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আদেশে আরও বলা হয়, বিশেষ কোনো পরিস্থিতিতে যদি এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়, তবে ভারত সরকারের অনুমোদন নিতে হবে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান থেকে সরাসরি খুব বেশি পণ্য ভারতে আসে না, তবে কিছু পণ্য তৃতীয় দেশ বা পরোক্ষ চ্যানেলের মাধ্যমে ভারতে প্রবেশ করত। এই নিষেধাজ্ঞার মাধ্যমে নরেন্দ্র মোদির সরকার নিশ্চিত করতে চাচ্ছে যে, পরোক্ষ চ্যানেল থেকেও কোনো পাকিস্তানি পণ্য ভারতে প্রবেশ করতে না পারে।

গত ২২ এপ্রিল ভারতীয় উপত্যকা জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ওই হামলায় ২৬ জন নিহত হন। নয়াদিল্লি ইসলামাবাদকে পরোক্ষভাবে দায়ী করে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে সিন্ধু পানিচুক্তি স্থগিত করা, পাকিস্তানিদের ভিসা বাতিল এবং ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা। হামলার পর পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং একটি স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে, যা জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভারত-পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধস

খবরের দেশ বাণিজ্য ডেস্ক ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার জেরে বাংলাদেশের শেয়ারবাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। বুধবার (৭ মে)...