34 C
Dhaka
বুধবার, মে ৭, ২০২৫

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টসকে পদচ্যুত করলেন ট্রাম্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টসকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। এই পদে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ওয়াল্টসের কঠোর পরিশ্রম দেশের স্বার্থে অত্যন্ত মূল্যবান ছিল এবং তিনি জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে নিয়োগ পাবেন।

ট্রাম্পের এ পদক্ষেপের আগে, কয়েকটি সূত্র জানিয়েছিল যে, ওয়াল্টসের পদ শঙ্কায় পড়তে পারে। বিশেষত, তিনি যখন একটি নিরাপত্তাসংক্রান্ত গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করেন, তখন তার পদ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও সেই সময় প্রেসিডেন্ট তাকে বরখাস্ত করেননি, তবে ওই ঘটনার পর থেকেই ওয়াল্টসের প্রভাব কমতে থাকে।

মার্কিন ইতিহাসে, পররাষ্ট্র মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একত্রিত দায়িত্বে থাকা ঘটনা বিরল। সর্বশেষ সত্তরের দশকে, হেনরি কিসিঞ্জার একসঙ্গে দুই পদেই দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, মাইক ওয়াল্টসের সহকারী অ্যালেক্স ওংও তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রথমবারের মতো পর্তুগাল দলে রোনালদোর ছেলে

  খবরের দেশ স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। এর মধ্য...