Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক :
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে মানুষের কর্মসংস্থান হুমকির মুখে। শুধু দক্ষ পেশাজীবী নয়, শিল্পী ও লেখকরাও হারাতে পারেন তাঁদের কাজ। আর এ বার সেই তালিকায় পড়তে পারেন বলিউডের দুই মহাতারকা অমিতাভ বচ্চন ও শাহরুখ খান— এমনই ইঙ্গিত দিলেন খ্যাতনামা পরিচালক শেখর কপূর।
সম্প্রতি ‘ওয়েভস ২০২৫’ সম্মেলনে যোগ দিয়ে ‘ব্যান্ডিট কুইন’, ‘এলিজ়াবেথ’, ‘মাসুম’ এবং ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত এই পরিচালক জানান, ভবিষ্যতের সিনেমার জন্য তাঁর আর কোনো জীবন্ত তারকার প্রয়োজন নেই। বরং তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজের মতো করে তৈরি করবেন ‘ডিজিটাল তারকা’, যাদের উপর থাকবে একান্ত স্বত্বাধিকার।
শেখরের ভাষায়, “অভিনেতারা এখন শুধুই অভিনেতা। তারকা তৈরি করবে কৃত্রিম মেধা। মানুষের মতো আরও অনেক তারকা তৈরি হবে AI-এর মাধ্যমে। আমিও এমন তারকা তৈরি করতে পারি, যাদের উপর স্বত্বাধিকার থাকবে আমারই। খুব শীঘ্রই এমন সিনেমা দেখা যাবে যেখানে নারী বা পুরুষ অভিনেতা সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি।”
তিনি আরও মনে করিয়ে দেন, ইতিমধ্যেই বহু নেটপ্রভাবী জনপ্রিয়তা পাচ্ছে, যারা বাস্তবে মানুষ নন— বরং কৃত্রিম প্রযুক্তির দ্বারা নির্মিত অবয়ব। তাঁর ধারণা, এই ডিজিটাল চরিত্ররাই এক দিন বড় পর্দায় জায়গা করে নেবে।
পরিচালকের বক্তব্য, “আমার অমিতাভ বচ্চনের প্রয়োজন নেই। আমি নিজেই চরিত্র তৈরি করে নেব। আমার শাহরুখ খানেরও প্রয়োজন নেই। আমি নিজের তারকা তৈরি করব। যদি যথেষ্ট দক্ষতা থাকে, তবে আমার ডিজিটাল চরিত্ররাও দর্শকের ভালবাসা অর্জন করবে।”
গত কয়েক বছর ধরেই বলিউডে তারকাদের পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা চলছে। অনেক সময়েই তা অযৌক্তিক ও অতিরঞ্জিত বলে মনে করা হয়। এমনকি কিছু তারকা নিজেরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পারিশ্রমিকের এই বৈষম্য বলিউডের বড় সমস্যাগুলির একটি।
এই প্রেক্ষিতে শেখরের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজের সৃজনশীল পিরামিডের নিচে থাকা মানুষদের ক্ষমতাবান করে তুলতে পারে। তবে পাশাপাশি তিনি অতিরিক্ত যন্ত্রনির্ভরতার ঝুঁকির বিষয়েও সতর্ক করেন।
পরিচালকের মন্তব্য, “রহস্য ও অনিশ্চয়তাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। সেই অনিশ্চয়তার মুখোমুখি হওয়ার ক্ষমতাই মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তাই কৃত্রিম মেধার ব্যবহার হলেও, সেখানে সংযম থাকা জরুরি।