22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ঢাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত, আহত ১

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

ঢাকার খিলক্ষেত রেলগেইট এলাকায় রেলপথ ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত এবং এক কিশোর আহত হয়েছেন।

শনিবার বিকাল পৌনে ৩টার দিকে ঘটে এ দুর্ঘটনা। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনায় এক কিশোর আহত হয়েছেন।

তিনি বলেন, “তারা রেললাইন ধরে হাঁটছিলেন। সেই সময়ে কমলাপুরগামী সুরমা মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ২৫ বছর বয়সী এক যুবক নিহত হন।”

“একই সময়, আহত অবস্থায় ১২ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল এবং পরে বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়,” বলেন এসআই মোহাম্মদ আলী।

হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান তিনি।

চিকিৎসকদের বরাতে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক।”

গতকালও রাজধানীর কুড়িল রেলগেটে এক যুবক ট্রেনের ভিডিও ধারণ করতে গিয়ে পেছন থেকে আসা অপর একটি ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...