29 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

অবৈধ দোকান উচ্ছেদের অভিযানে বাধা: ইউএনও’র উপর হামলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় অভিযুক্ত মো. তাজুল ইসলাম হাদি (৩৩)কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৩ মে) বেলা প্রায় ৩টায় ইউএনও জিল্লুর রহমান পাটগ্রাম রসুলগঞ্জ বাজার ও পশ্চিম চৌরঙ্গী এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। ইউএনও শান্ত হওয়ার আহ্বান জানালে তাজুল ইসলাম হাদিসহ কয়েকজন তাকে ধাক্কা দেওয়াসহ ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা সৃষ্টি করে।

ঘটনার পর ইউএনও জিল্লুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৯ ধারায় তাজুল ইসলাম হাদিকে দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

ইউএনও জিল্লুর রহমান জানান, “এ ধরনের বাধা নতুন নয়। আগেও সরকারি কাজে বাধার মুখে পড়তে হয়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, “সরকারি কর্মকাণ্ডে বাধা দেওয়া অগ্রহণযোগ্য। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে, ফুটপাত দখল করে অবৈধ দোকান গড়ে তোলা দীর্ঘদিনের সমস্যা। তবে কর্তৃপক্ষের অভিযান ও শাস্তিমূলক ব্যবস্থাকে তারা স্বাগত জানিয়েছেন।
পাটগ্রামে ফুটপাত উদ্ধার অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অবৈধ দখলদারিত্ব রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের আশা, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয়দের সহযোগিতা বাড়বে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের গাড়ীতে হামলা, আহত হাসনাতের ছবি ফেসবুকে

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি...