Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে আটক করার পর দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ/এফ) জঙ্গিদের সঙ্গে সাক্ষাৎ পরিকল্পনার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ২ মে পর্যটন ভিসায় চার মার্কিন নাগরিক আইজলে প্রবেশ করেন। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানানো হয়, এদের মধ্যে দুইজন কেএনএ/এফ নেতাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছিলেন। আটককৃতদের মধ্যে চেকুন ও সারন নামের দুইজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। বাকি দুজনের নাম বা অবস্থান এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র জানায়, আটক ব্যক্তিরা কেএনএ/এফ নেতা নাথান লনচেও বমের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেসিএনএ) প্রতিষ্ঠাতা এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
এই তথ্যের ভিত্তিতে মিজোরামের লেংপুই বিমানবন্দর থেকে পুলিশ দুইজনকে আটক করে। ‘দ্য হিন্দু’ পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আটক দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের সবার ‘সুরক্ষিত এলাকা পারমিট’ (প্রোটেকটেড এরিয়া পারমিট – পিএপি) না থাকায় পরদিন তাদের দিল্লিতে ফেরত পাঠানো হয়।