27 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ভোলা প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ রবিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামান এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বোরহানউদ্দিন পৌর বাজারের বিভিন্ন কাঁচামালের আড়ত, মুদি মনোহারী দোকান, গার্মেন্টস পণ্য বিক্রি দোকান, ঔষধের ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। পৌর বাজারের ফুটপাতে অবৈধভাবে ব্যবসা পরিচালনা না করার নির্দেশ প্রদান করা হয়। সেই সাথে নিত্য ভোগ্যপণ্য নির্ধারিত মূল্যের বেশি বিক্রি না করার জন্য নির্দেশ দেন সংশ্লিষ্ট সকলের প্রতি।
এ-সময় বিভিন্ন ঔষধের ফার্মেসিতে অভিযান পরিচালনা কালে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও মেডিসিন বিক্রি লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।
অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারে অনুমতিপত্র না থাকায় জরিমানা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে অনুমতির জন্য সতর্ক করা হয়।

বোরহানউদ্দিন পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় নাছির স্টোর (স্বত্বাধিকারী: মো. নাছির উদ্দিন, বয়স: ৪৮ বছর)-কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মেসার্স রহমান মেডিকেল (স্বত্বাধিকারী: আতিকুর রহমান সবুজ) লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ, স্যানিটারি ইন্সপেক্টর নাছির উদ্দিন, এবং বোরহানউদ্দিন থানা পুলিশ।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের গাড়ীতে হামলা, আহত হাসনাতের ছবি ফেসবুকে

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি...