16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

ভোক্তাপর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মে মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৫০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের তুলনায় ১৯ টাকা কম।

রোববার (আজ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এ ছাড়া কমানো হয়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম কমেছে ৮৪ পয়সা।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তার আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা করা হয়। ফেব্রুয়ারিতে এই দাম ছিল ১ হাজার ৪৭৮ টাকা, যা তখন ১৯ টাকা বাড়ানো হয়েছিল।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...