26 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

গাজা উপত্যকায় সামরিক অভিযানে রিজার্ভ বাহিনীকে তলব করেছে ইসরায়েল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর আগেই ইসরায়েল তার রিজার্ভ বাহিনীকে তলব করার প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটি লক্ষাধিক রিজার্ভ সেনাকে গাজা সীমান্তে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এ পরিস্থিতিতে, যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারের প্রতি তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এদিকে, রিজার্ভ বাহিনী ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরে কর্মরত নিয়মিত সেনাদের বদলে গাজা সীমান্তে মোতায়েন করা হবে বলে খবর পাওয়া গেছে, যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানায়, রোববার নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযানের সম্প্রসারণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপর রাজনৈতিক জোটের চাপ রয়েছে, এবং এ কারণে তিনি গাজায় অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সাত মাসে ইসরায়েলের হামলায় ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জন আহত হয়েছে। তবে গাজার মিডিয়া অফিস জানাচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো নিখোঁজ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখযোগ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনের বেশি জিম্মি হন। এর পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ সামরিক অভিযান ও অবরোধ চালিয়ে আসছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের গাড়ীতে হামলা, আহত হাসনাতের ছবি ফেসবুকে

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি...