21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

বানারীপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর উপরে হামলা ও তার একমাত্র অবলম্বন বৌ গাড়ী ভাঙচুর;

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী ফারুক মাঝিকে  মারধর ও জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বৌ গাড়ী ভাঙচুর করে। ঘটনাটি উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠী গ্রামের ফারুক মাঝির(৪২) সাথে ঘটে।ফারুক মাঝি জানান,গত ৪ মে রবিবার নিজ বাড়িতে লাগানো ফলের গাছ তার ভাইয়ের ছেলে নবীন(২৭) ও রবিউল(৩০) লাগাতার কাটতে শুরু করে। এসময়ে  তিনি বাঁধা দিলে নবীন,রবিউল,আল আমীন তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে।

পরবর্তীতে আত্মীয় কামরুল মাঝি ও পারুল বেগমের উপস্থিতিতে হামলাকারীরা তার (ফারুক মাঝি) জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বৌ গাড়ীটি ভাঙচুর করে এবং তার পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে জোর পায়তারা চালায়। অন্যদিকে ফারুক মাঝি শারীরিক ভাবে প্রতিবন্ধী কিন্তু প্রতিবেশী স্বজনদের কাছ থেকে পাচ্ছে না সহানুভূতি। এখন বসতবাড়ি থেকে উচ্ছেদ ও প্রাণ  হারানোর শঙ্কায় কাটছে প্রতিটি মুহূর্ত।

তাই পরিবারের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে ৪ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ নিয়ে বানারীপাড়া থানা পুলিশের দারস্থ হয়েছে শারীরিক প্রতিবন্ধী ফারুক মাঝি।

এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান,আমরা ইতিমধ্যে একটি অভিযোগ পেয়েছি এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীদের সর্বোচ্চ সহযোগিতা ও অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...