27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

পাবনায় জিম্মি কেন জয়া!

পাবনায় জিম্মি কেন জয়া!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জিম্মি জয়া! আসলেই কি? কার কাছে জিম্মি? কিভাবে জিম্মি হলেন জয়া? কে জিম্মি করলো? এসব প্রশ্ন এখন জন্ম দিচ্ছে রহস্যের।

 

তবে একটি সূত্র মারফত জানা গেল, জয়াকে পাবনায় জিম্মি করা হয়েছে। আচ্ছা, সোজাসুজি উত্তর দেওয়া যাক। দুই বাংলার সিনে দুনিয়ার জনপ্রিয় তারকা জয়া আহসান এখন পাবনায় রয়েছেন একটি কাজে। সেটা একটি ওয়েব সিরিজের শুটিং। নির্মাতা আশফাক নিপুণ। বেশকিছুদিন ধরেই শুটিং চলছে। এ মুহূর্তে জয়া আহসান আছেন পাবনায়। সেখানে তিনি ‘জিম্মি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। এতে তিনি একজন সরকারি চাকরিজীবী নারীর চরিত্রে অভিনয় করেছেন। কয়েক দিনের মধ্যে শুটিং শেষে ঢাকায় ফিরবেন তিনি ।

এদিকে ফেসবুকে প্রায়ই নানান লুকে স্থিরচিত্র পোস্ট করে থাকেন জয়া আহসান। আলাদা ফটোশুটের এসব স্থিরচিত্র তাঁর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করে। আজ মঙ্গলবার জয়া আহসান তাঁর ফেসবুকে পোস্ট করেছেন রেড হল্টার নেক ইভিনিং গাউনের সাতটি স্থিরচিত্র। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘সন্দেহের ছায়ায়’।

জয়ার পোস্ট করা এসব স্থিরচিত্রে প্রথম এক ঘণ্টায় চার হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য পড়েছে পাঁচ শতাধিক। ভক্তদের অনেকে জয়ার পোস্ট করা এসব স্থিরচিত্র তাঁদের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। জানা গেছে, ফেসবুকে জয়ার পোস্ট করা এসব স্থিরচিত্র তোলা হয়েছে কলকাতায়।

উল্লেখ্য, দেশের প্রেক্ষাগৃহে এখন চলছে জয়া আহসান অভিনীত ‘নকশী কাঁথা’র জমিন ছবিটি। আকরাম খান পরিচালিত ছবিটি মুক্তির পর হল ভিজিটে গিয়েছেন জয়া। ছবিটি দেখতে আসা দর্শকের কাছ থেকে নানান মন্তব্য শুনেছেন, যা তাঁকে উদ্দীপ্ত করেছে। সম্প্রতি দেশীয় একটি ওটিটি প্লাটফরমে মুক্তি পাওয়া নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজেও অভিনয় করেছেন জয়া আহসান। জয়া বলেন, ‘এটা আমার ক্যামিও চরিত্র। এই চরিত্র করতে গিয়েও অনেক দিন অপেক্ষা করতে হয়েছে।’ জয়া আহসান অভিনয় করেছেন ‘পুতুল নাচের ইতিকথা’ চলচ্চিত্রেও।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...