26.4 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বর্ষা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

দক্ষিণ ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কান-এ আজ থেকে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাসম্পন্ন আয়োজন ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে আগামী ২৪ মে পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন চিত্রনায়িকা বর্ষা, যিনি অংশ নিচ্ছেন “ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন” বিভাগে।

বর্ষা জানান, এটি তার দ্বিতীয়বারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ। এর আগে, ২০২২ সালে তিনি ৭৫তম আসরে অংশ নিয়েছিলেন স্বামী ও চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে।

এবারের অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়ন ও বিশ্ব চলচ্চিত্রে তাদের অবদান নিয়ে আয়োজিত “ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন” বিভাগে বর্ষাকে বিশেষভাবে নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে উৎসব কর্তৃপক্ষ এই বিভাগে অংশগ্রহণকারী অতিথিদের তালিকা প্রকাশ করেছে। সেখানে বর্ষার পাশাপাশি রয়েছেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ইসাবেল, মারিয়ানি এবং নোরা আরমানি।

এই আলোচনাটি আগামী ১৪ ও ১৫ মে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বর্ষা আজই দুবাই থেকে ফ্রান্সে রওনা হয়েছেন। কয়েকদিন ধরে তিনি ব্যবসায়িক কাজে দুবাইয়ে অবস্থান করছিলেন।

এমন সম্মানজনক আমন্ত্রণে বর্ষা উচ্ছ্বসিত। তিনি বলেন,
“বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। এই আলোচনায় বিশ্বে নারীদের অবস্থান, বাংলাদেশি নারীদের প্রাপ্তি-অপ্রাপ্তি এবং বাংলা সিনেমার অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলব।”

কান উৎসবের এই বিভাগে লিডারশিপ, রিপ্রেজেন্টেশন, ইনোভেশন, অ্যাক্টিভিজম, ইক্যুইটি ও ইনফ্লুয়েন্স—বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত বর্ষা সর্বশেষ দেখা গিয়েছিলো তার অভিনীত কিল হিম’ সিনেমায়। বর্তমানে তিনি নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং করছেন, যার প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বর্ষা জানিয়েছেন, কান উৎসব থেকে ফিরে এই সিনেমা নিয়ে নতুন আপডেট দর্শকদের জানাবেন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

খবরের দেশ ডেস্কঃ সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে সরকারি সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ১০ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। পৌর...