25.7 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

আলোচিত মার্কিন-ইসরায়েল জিম্মি ইডেন আলেকজান্ডারকে মুক্তি দিলো হামাস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজা থেকে মুক্তি পেয়েছেন আলোচিত মার্কিন-ইসরায়েলি নাগরিক ইডেন আলেকজান্ডার। সোমবার (১২ মে) ২১ বছর বয়সী এই যুবককে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করে ফিলিস্তিনি সংগঠন হামাস।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হামাসের কাছে জিম্মি থাকা মার্কিন নাগরিকদের মধ্যে জীবিত ছিলেন একমাত্র ইডেন আলেকজান্ডার। দীর্ঘদিন ধরে তার মুক্তি নিয়ে আলোচনা চলছিল। কাতার ও মিশরের মধ্যস্থতায় অবশেষে এ মুক্তি সম্ভব হয়েছে।

হামাসের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন আমেরিকান-ইসরায়েলি জিম্মি এডান আলেকজান্ডার। ছবি: সংগৃহীত
হামাসের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন আমেরিকান-ইসরায়েলি জিম্মি এডান আলেকজান্ডার। ছবি: সংগৃহীত

কাতার ও মিশরের দাবি, আলেকজান্ডারের মুক্তির মাধ্যমে দীর্ঘদিন আটকে থাকা যুদ্ধবিরতির আলোচনা নতুন করে গতি পেতে পারে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আসন্ন বৃহস্পতিবার (১৫ মে) নতুন আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল।

এর আগে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির অগ্রগতি নিয়ে আলোচনা শুরুর শর্ত হিসেবে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার বিষয়ে সম্মতি হয়েছিল।

আলেকজান্ডারের মুক্তি কেবল কূটনৈতিক অগ্রগতি হিসেবেই নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক মহল আশা করছে, এ ঘটনাকে কেন্দ্র করে গাজায় চলমান সংঘাত নিরসনের পথ সুগম হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

খবরের দেশ ডেস্কঃ সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে সরকারি সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ১০ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। পৌর...