28.2 C
Dhaka
বুধবার, মে ১৪, ২০২৫

জাপানি গাড়ি নির্মাতা নিসান বিশ্বব্যাপী আরো ১০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে

জনপ্রিয়
খবরের দেশ আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে জাপানের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান মোটর। স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, নিসান ১০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করতে পারে। এর আগে তারা ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল। সব মিলিয়ে প্রায় ১৫ শতাংশ কর্মীসংখ্যা কমাতে চাইছে সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, নিসানের বৃহত্তম বাজার চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র—এই দুই দেশে গাড়ি বিক্রির হার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বিপুল লোকসানের মুখে পড়েছে সংস্থাটি। সেই ক্ষতি পোষাতে এবং ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

- Advertisement -
Your Ads Here
100x100

২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ—এই ত্রৈমাসিক ফলাফলে দেখা গেছে, নিসান প্রায় ৭৫ হাজার কোটি ইয়েন লোকসানে পড়েছে। যদিও সংস্থাটি কিছুদিন আগেই ৭০ হাজার কোটি ইয়েন লোকসানের আশঙ্কা প্রকাশ করেছিল, বাস্তবে তা ছাপিয়ে গেছে।

চাকরি হারানোর শঙ্কা শুধু জাপানেই নয়, বরং বিশ্বব্যাপী কর্মীদের উপরই পড়তে চলেছে এর প্রভাব। ২০২৩ সালের মার্চে নিসানে মোট কর্মীর সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজারের বেশি। এরই মধ্যে ২০২৪ সালের নভেম্বরে প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করেছে সংস্থাটি। এর পর থেকে তারা মোট কর্মীসংখ্যার ২০ শতাংশ হ্রাস করার ঘোষণা দেয়।

এ ছাড়া, থাইল্যান্ডে একটি কারখানা চলতি বছরের জুন মাসে বন্ধ করার পরিকল্পনা রয়েছে নিসানের। ভবিষ্যতে আরো দুটি কারখানা বন্ধ করা হতে পারে বলেও জানা গেছে।একইসঙ্গে, জাপানের কিউশু দ্বীপে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য যেই কারখানা নির্মাণের পরিকল্পনা ছিল, সেটিও বাতিল করেছে নিসান। প্রায় ১১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে নির্মিতব্য সেই প্রকল্পে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে সেই প্রকল্প এখন আর চালু হচ্ছে না। চীনের বাজার পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নিসান আগামী দিনে নতুন ১০টি মডেলের গাড়ি বাজারে আনার পরিকল্পনা করছে।

তবে বর্তমান ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিশ্বজুড়ে নিসানের কর্মীরা ব্যাপক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
 
- Advertisement -spot_img
সর্বশেষ

“নবনির্বাচিত মেয়র ইশরাকের শপথে বাধা চেয়ে রিট আবেদন”

  খবরের দেশ ডেস্কঃ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে...