Your Ads Here 100x100 |
---|
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার দইখাওয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম মিঞা।
অভিযানের সময় রবিউল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসকের চেম্বার “মায়ের দোয়া চিকিৎসালয়” সিলগালা করা হয়। রবিউল ইসলাম ঘটনাস্থলে অনুপস্থিত থাকলেও তার অবৈধ চিকিৎসাকেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া আরেক ভুয়া চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, ” ভুয়া চিকিৎসকদের কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে । জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। প্রতারকচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক, গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা, হাতীবান্ধা থানার এসআই গোলাম কিবরিয়া ও ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইয়েদ মো. ইমরান। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান প্রত্যক্ষ করেন।
স্বাস্থ্যসেবায় অবৈধ অনুপ্রবেশ রোধে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের এই অভিযান এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।