28.2 C
Dhaka
বুধবার, মে ১৪, ২০২৫

সত্যের জন্য কলম, মানুষের জন্য কণ্ঠ—এটাই আমাদের তিন বছরের পরিচয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

নিজস্ব প্রতিবেদকঃ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাংবাদিক সংগঠন ‘সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)’ তাদের গৌরবময় চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সংগঠনের নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় কলেজের শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিশেষ আলোচক ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক, আজকের পত্রিকার হেড অব এডুকেশন আব্দুল রাজ্জাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কাকলী মুখোপাধ্যায় বলেন, “সোকসাসের সদস্যরা যেভাবে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার মহান দায়িত্ব পালন করে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁদের পেশাদারিত্ব ও নৈতিকতা আমাদের জন্য অনুপ্রেরণা।”

বিশেষ আলোচক শহিদুল ইসলাম বলেন, “ভালো সাংবাদিকতা শুরু হয় ক্যাম্পাস থেকেই। সোকসাস সেই জায়গা থেকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সোকসাস সভাপতি ইয়াসিন মোল্লা বলেন, “গত তিন বছর ধরে আমরা তথ্যভিত্তিক, শিক্ষামূলক এবং ক্যাম্পাস-সংক্রান্ত সাংবাদিকতায় কাজ করেছি। নতুন কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে।”

এ আয়োজনে আরও অংশগ্রহণ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ ও তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিনিধিরা। এছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নিয়ে এটিকে প্রাণবন্ত করে তোলেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কেক কাটা ও নতুন কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে।

- Advertisement -spot_img
সর্বশেষ

“নবনির্বাচিত মেয়র ইশরাকের শপথে বাধা চেয়ে রিট আবেদন”

  খবরের দেশ ডেস্কঃ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে...