24 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

অবশেষে আইসিসির মাসসেরার খেতাব জিতলেন মিরাজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্সের পুরস্কার অবশেষে পেলেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট সিরিজে ব্যাটে-বলে অনন্য কীর্তি গড়ে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

এ মাসসেরা হওয়ার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের বেন সিয়ার্স ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে। প্রথম টেস্টে দুই ইনিংসেই ৫টি করে উইকেট, দ্বিতীয় টেস্টে ফাইফার ও সেঞ্চুরি—সব মিলিয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে মিরাজ নিজেকে প্রমাণ করেছেন।

এটি তার ক্যারিয়ারে প্রথম মাসসেরা পুরস্কার। এর আগে বাংলাদেশ থেকে এই স্বীকৃতি পেয়েছেন কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

সিরিজে ১১৬ রান ও ১৫ উইকেট তুলে নিয়ে তিনি সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০০ রান ও ২০০ উইকেটের ডাবল পূর্ণ করেন, তাও ৫৩ ম্যাচেই। এছাড়া টেস্টে তৃতীয়বারের মতো ১০ উইকেট ও সেঞ্চুরি করে তিনি ইতিহাসে নাম লেখান সপ্তম ক্রিকেটার হিসেবে, যিনি একই সিরিজে এমন কীর্তি গড়েছেন।

সবশেষে আইসিসির স্বীকৃতি যেন তার পারফরম্যান্সের এক মুকুট হয়ে এল।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...