Your Ads Here 100x100 |
---|
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার গুচ্ছগ্রাম বাজার থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পাটগ্রাম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পলাতক থাকা চেয়ারম্যান হাবিবুর রহমানের অবস্থান নিশ্চিত হওয়ার পর তার বাড়ির পাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গুচ্ছগ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, “হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তাকে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে চলমান একাধিক মামলার তদন্তের অংশ হিসেবেই এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, তাকে বর্তমানে পাটগ্রাম থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতের অনুমতি সাপেক্ষে শিগগিরই তাকে মামলার আইনি প্রক্রিয়ায় যুক্ত করা হবে।