26.9 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

৮ কোটি ৭৬ লাখ টাকা পেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন পাবে কত?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

টেস্ট ক্রিকেটের মর্যাদা ও গুরুত্ব আরও বাড়াতে পুরস্কার অর্থে বড় পরিবর্তন এনেছে আইসিসি। ২০২৩-২৫ চক্রের ফাইনালের আগেই এমন ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এই চক্রে অংশগ্রহণকারী প্রতিটি দলই পাচ্ছে মোটা অঙ্কের পুরস্কার, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, সপ্তম স্থানে থেকে চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৬ লাখ টাকা। এই অর্থ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক অংশগ্রহণ ও পারফরম্যান্সের স্বীকৃতি।

এদিকে, এবারের চক্রের ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে, ১১ থেকে ১৫ জুন। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

বিশেষ আকর্ষণ হচ্ছে পুরস্কার অর্থ। এবারের জয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকা। আগের দুই চক্রে যেখানে চ্যাম্পিয়নরা পেয়েছিল ১.৬ মিলিয়ন ডলার, সেখানে এইবার সেই অঙ্ক দ্বিগুণেরও বেশি।

পরাজিত দলও এবার কম পাচ্ছে না। রানার্সআপ দল পাবে ২.১ মিলিয়ন ডলার, যা আগের ৮ লাখ ডলারের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।

বাকি দলগুলোর পুরস্কার অর্থ:ভারত (৩য়): ১৪ লাখ ৪০ হাজার ডলার,নিউজিল্যান্ড (৪র্থ): ১২ লাখ ডলার,ইংল্যান্ড (৫ম): ৯ লাখ ৬০ হাজার ডলারশ্রীলঙ্কা (৬ষ্ঠ): ৮ লাখ ৪০ হাজার ডলার,বাংলাদেশ (৭ম): ৭ লাখ ২০ হাজার ডলার,ওয়েস্ট ইন্ডিজ (৮ম): ৬ লাখ ডলার,পাকিস্তান (৯ম): ৪ লাখ ৮০ হাজার ডলার

আইসিসির মতে, এই অর্থনৈতিক উদারতা টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন। তারা জানিয়েছে, প্রথম তিনটি চক্রে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, তা ধরে রাখতেই এমন উদ্যোগ।

চলতি চক্রে দক্ষিণ আফ্রিকা শেষ করেছে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া পেয়েছে ৬৭.৫৪ শতাংশ, আর ভারত থেমেছে ৫০ শতাংশে।

ফাইনাল সামনে রেখে ইতোমধ্যেই আইসিসি প্রকাশ করেছে একটি প্রোমোশনাল ভিডিও, যেখানে বর্তমান ও সাবেক তারকাদের অংশগ্রহণে তুলে ধরা হয়েছে ‘দ্য আলটিমেট টেস্ট’-এর আবেগ ও গুরুত্ব।

টেস্ট ক্রিকেটে আর্থিক প্রণোদনা বাড়ানোয় দলগুলো আরও বেশি আগ্রহী হবে বলে আশাবাদী আইসিসি। বাংলাদেশের মতো উদীয়মান দলগুলোর জন্য এটি হতে পারে আরও ভালো করার বড় প্রেরণা।

- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

খবরের দেশ ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন...