Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
গুঞ্জন চাউর হয়েছে দুজনের সবশেষ ফটোশ্যুটের পর। মায়া আলী ও বিলাল আশরাফ একটি পণ্যের বিজ্ঞাপন করছিলেন। সেই পোস্ট সামনে আসার পরই ভক্ত-সমর্থকেরা বলছে, পাকিস্তানের দুই তারকা অভিনেত্রীর চার হাত এক হয়েছে। যদিও বিষয়টি পুরোটাই গালগল্প বলছে দুজন।
মায়া-বিলালের বন্ধুত্ব বেশ কয়েক বছর যাবৎ। তবে দুজনের কেউ কখনও সম্পর্কের কথাও বলেননি। অথচ তাদের বিয়ের গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি মাল্টিমিডিয়ার বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে তাদের দুজনের মাঝে বন্ধুত্বের চেয়েও বড় সম্পর্ক।
এখন পর্যন্ত যদিও দুজনের কেউ এই বিষয়ে কথা বলেনি। তবে ভক্তদের মাঝে বেশ সাড়া পড়ে গেছে। পণ্যদূত হওয়ার পর তাদের দুজনের একটি ছবি ছেড়েছে একটি প্রতিষ্ঠান। তারপর থেকেই ভক্তদের কমেন্ট বন্যা।
একজন লিখেছেন, এটাকেই আমরা পারফেক্ট ভাইব বলি। কোনো সন্দেহ নেই, তাদের একসঙ্গে দেখতে পারাই সুখের।’ অন্য একজন লিখেছেন, ‘দুজনকে কত সুন্দর লাগছে! বিয়ে করে নাও, প্লিজ।’ আরেকজন তার জীবনে এমন একজন পার্টনার চেয়েছেন।