18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে তাপপ্রবাহ চলছে। এর মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে। তবে সেই বৃষ্টি তাপ কমাতে পারছে না।আজ শুক্রবার বেলা ১টার মধ্যে দেশের ৯ জেলায় দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টা ৫০ মিনিট থেকে বেলা ১টার মধ্যে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সিলেট জেলার কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, যেসব এলাকায় বৃষ্টি হবে সেসব এলাকায় বজ্রপাত হতে পারে। এ জন্য সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে আছে বজ্রপাত চলাকালে ঘরের বাইরে যাওয়া যাবে না।

আবহাওয়া অফিস বলছে, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ শব্দ শোনার সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই থাকতে হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শীতের তীব্রতায় কাঁপছে কুড়িগ্রাম, দুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠী

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- দিন যতই গড়াচ্ছে, ততই বাড়ছে কুড়িগ্রামে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া...