27.5 C
Dhaka
শুক্রবার, মে ১৬, ২০২৫

“নাকবা দিবসে ইসরায়েলের বেপরোয়া হামলা, নিহত ১৪৩ ফিলিস্তিনি”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

নাকবা বা মহাবিপর্যয় দিবসের ৭৭তম বর্ষে আবারও ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৫ মে) গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চালানো বোমাবর্ষণে অন্তত ১৪৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহতের মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ৬১ জন এবং জাবালিয়া এলাকায় এক চিকিৎসাকেন্দ্রে হামলায় আরও অন্তত ১৫ জনের প্রাণ গেছে। আল-আওদা, ইন্দোনেশিয়ান ও ইউরোপিয়ান হাসপাতালসহ অন্তত তিনটি হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালিয়ার আত-তাওবাহ ক্লিনিকের ওপরতলায় ইসরায়েলি বিমান হামলায় রোগীরা ছিন্নভিন্ন হয়ে পড়েন। এতে নিহতদের মধ্যে শিশুদের সংখ্যাও রয়েছে।

এদিকে হামলার নিন্দা জানিয়ে হামাস বলেছে, দোহায় যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল আগ্রাসী আচরণ করছে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিনিদের ঘরছাড়া হওয়ার ঘটনাকে স্মরণ করে ‘নাকবা দিবস’ পালন করা হয়। এই দিনে ইসরায়েলের রাষ্ট্র ঘোষণার পর লাখ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি প্রতিক্রিয়ায় গাজায় এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সরকারি গণমাধ্যম বলছে, প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

  কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন, যা প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ইতিহাস সমিতির...