Your Ads Here 100x100 |
---|
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষক-কর্মচারী, প্রায় ৫০ জন আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. হারুনুর রশিদ ও শহিদ উল্যাহ খোকন। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি ও বর্ষীয়ান শিক্ষক মঞ্জুরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার,বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপন, পৌর জামায়াত আমির মাওলানা মোশাররফ হোসাইন, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাই তাদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও শিক্ষার্থীবান্ধব করতে হলে শিক্ষকদের মর্যাদা ও সহায়তা প্রয়োজন।
তারা আরও বলেন, শিক্ষক সমাজের ঐক্য ও সচেতনতা সময়ের দাবি। পেশাগত স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে একত্রে কাজ করতে হবে।সাধারণ সভার শেষ অংশে পুরনো কমিটির কার্যক্রম মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।