Your Ads Here 100x100 |
---|
একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী সালমা হায়েক। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে জিতেছেন কোটি দর্শকের হৃদয়। অনেক স্মরণীয় চরিত্রে অভিনয় করে নিজের চিরস্থায়ী জায়গাও করে নিয়েছেন হলিউডে। ক্যারিয়ারের শুরুতে ভিন্নধর্মী সব চরিত্রে নিজেকে হাজির করে দর্শকপ্রিয়তা পান সালমা।
সিনেমাটির নির্মাতার অদ্ভুত সব অনুরোধ সালমাকে বেশ বিপাকেই ফেলেছিল। যেহেতু তার চরিত্রটি ছিল অনেকটা কমেডি, তাই তাকে প্রচুর হাস্যরসের মধ্যেই থাকতে হতো। চিত্রগ্রহণের সময় নির্মাতাও অভিনেত্রীকে প্রায়শই হাসাতেন। কিন্তু তিনি কাজটি করতে বাধ্য করতেন সেটা ছিল রীতিমতো অদ্ভুত। শুটিংয়ের সময় সালমা হায়েককে পরিচালক ব্যারি সোনেনফেল্ড শরীরের এমন একটি অংশের গন্ধ নিতে বাধ্য করিয়েছেন, সেটা মনে করলে এখনো তার গা ঘিনঘিন করে।
সালমা বলেন, ‘তিনি সিনেমাজুড়ে আমাকে তার বাম কানের গন্ধ নিতে রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমি বলেছিলাম যে, আমি এটা করব না। কিন্তু তিনি ছিলেন নাছোড়বান্দা। বিভিন্ন রকম ফরমায়েশ ছিল তার। এটা করতে হবে, ওটা করতে হবে, এগুলো বেশ জঘন্য ছিল। আমার কাছে মনে হয়েছিল, তিনি যেন ছয় মাস ধরে ভিক্ষা করছেন, কারণ সিনেমাটি তৈরি করতে ছয় মাস সময় লেগেছে।’
সালমা আরও উল্লেখ করেছেন, যদিও তিনি ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্টে আসলে কখনো নগ্ন ছিলেন না, তবুও সিনেমাটির জন্য যে পোশাকটি পরতে হয়েছিল তা পরে তিনি অনেক বেশি উন্মুক্ত এবং বিব্রত বোধ করেছিলেন।
সালমা হায়েক ও উইল স্মিথ অভিনীত ১৯৯৯ সালে মুক্তি পায়। যদিও সিনেমাটি মুক্তির পর বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। তবে সিনেমা ব্যর্থ হলেও সালমা হায়েকের অভিনয়, তার কৌতুকপূর্ণ স্বভাব এবং পর্দায় উপস্থিতি বেশ প্রশংসা পেয়েছিল। তার ক্যারিয়ারে বেশ শক্ত ভূমিকা রেখেছিল এটি। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে অ্যাঞ্জেলিনা জোলি পরিচালিত ‘উইদাউট ব্লাড’ সিনেমায়। এটি ২০২৪ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়।