Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
ভুটানে চলমান নারী ফুটবল লিগে বাংলাদেশের ১০ জন নারী ফুটবলার অংশ নিচ্ছেন, তবে মাত্র পাঁচজনকে জাতীয় দলের ক্যাম্পে ডাকেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। বাকি পাঁচজন, যাঁরা সবাই সিনিয়র খেলোয়াড়, বাদ পড়েছেন। এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে—জাতীয় নারী ফুটবলে কি ‘মাইনাস ফাইভ’ নীতি কার্যকর করা হয়েছে?
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ১০ ফুটবলারকে ভুটানে খেলার ছাড়পত্র দিয়েছিল, তবে শর্ত ছিল—জাতীয় দলে ডাকলে তারা দেশে ফিরে আসবেন। গত শনিবার পাঁচজন—ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা, শামসুন্নাহার, মনিকা চাকমা ও মারিয়া মান্দা—ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেন।
কিন্তু সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার ও মাতসুশিমা সুমাইয়াকে দলে ডাকেননি কোচ। ফুটবল অঙ্গনে বিতর্ক চলছে—কেন এই সিদ্ধান্ত? সূত্রে জানা গেছে, কোচের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন সাবিনা ও মাসুরা, এবং সুমাইয়া বাফুফে সভাপতির কাছে চিঠি দিয়েছিলেন।
বিদ্রোহী ফুটবলারদের গত মার্চে সংযুক্ত আরব আমিরাত সফরের দলে রাখা হয়নি। সফরে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচেই হেরে যায়। পরে বাফুফে কর্মকর্তাদের মধ্যস্থতায় খেলোয়াড় ও কোচের মধ্যে সমঝোতা হয়। তবু বাটলার এবার দল গঠনে পাঁচজন সিনিয়র ফুটবলারকে বিবেচনা করেননি।