21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

জটিল ক্যানসারে আক্রান্ত বাইডেন, যা বললেন ট্রাম্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেহে ‘আগ্রাসী ধরণের’ প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। রোববার বাইডেনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাইডেনের ক্যানসার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং তা হাড়েও ছড়িয়ে পড়েছে। তবে ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার যাবে বলে আশা করা যাচ্ছে।

এই খবরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে সহানুভূতির পরিবেশ বিরাজ করছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতারা সামাজিক মাধ্যমে বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছেন। বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে কটাক্ষ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তার সাবেক প্রতিদ্বন্দ্বীর অসুস্থতায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, ‘জো বাইডেনের সাম্প্রতিক চিকিৎসা-সংক্রান্ত খবর শুনে মেলানিয়া ও আমি গভীরভাবে মর্মাহত। জিল এবং পুরো পরিবারকে আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। জো বাইডেনের দ্রুত ও সফল আরোগ্য কামনা করছি।’

এদিকে বাইডেনের ক্যান্সারের আক্রান্তের খবর শুনে সহানুভূতি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৫ সালে বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন মস্তিষ্কের ক্যানসারে মারা যান। সেই অভিজ্ঞতার পর বাইডেন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ‘ক্যানসার মুনশট’ নামে এক উদ্যোগ গ্রহণ করেন, যার লক্ষ্য ছিল ক্যানসারে মৃত্যুহার হ্রাস এবং আক্রান্তদের জীবনের মানোন্নয়ন। অবশেষে তিনিই সেই ক্যান্সারে আক্রান্ত হলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...