27.5 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

বার্সেলোনার স্প্যানিশ সুপারস্টারকে দলে নিতে মরিয়া ম্যানসিটি!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

ম্যানচেস্টার সিটি তাদের কিংবদন্তি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার স্থানে একজন দক্ষ খেলোয়াড় খুঁজতে উঠেপড়ে লেগেছে। ২০২৫ সালের জুনে ম্যানসিটি ছাড়ার ঘোষণা দেওয়া বেলজিয়ান এই তারকার অভাব পূরণের লক্ষ্যে, সিটিজেন্সদের চোখ এখন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার দানি ওলমোর দিকে।

স্প্যানিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে বার্সেলোনায় খেলে দারুণ ছন্দে আছেন। গত মৌসুমে ইউরো জয়ী স্পেন দলের অংশ হয়ে ১৩ ম্যাচে গোল ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করেছেন তিনি। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৮ ম্যাচে ১১ গোল অ্যাসিস্টও করেছেন ওলমো, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা স্প্যানিশ এই মিডফিল্ডারের খেলায় মুগ্ধ এবং ইতিহাদ স্টেডিয়ামে তাকে আনার জন্য আগ্রহী। তবে, বার্সেলোনা দানি ওলমোকে ছাড়তে রাজি নয়। একাধিক রিপোর্টে বলা হয়েছে, তিনি বার্সেলোনার নিয়মিত একাদশে না থাকলেও, ক্লাব তাকে সহজে ছেড়ে দিতে চায় না।

অন্যদিকে, সিটির দলবদলের অন্যতম লক্ষ্য ফ্লোরিয়ান ভির্টজের জন্য লিভারপুল এখন এগিয়ে গেছে বলে দাবি করেছেন জার্মান সাংবাদিক ক্রিশ্চিয়ান ফাল্ক। লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর ইতোমধ্যে ভির্টজের বাবার কাছে তাদের পরিকল্পনা তুলে ধরেছেন এবং আসন্ন মৌসুমে তাকে সাইন করার দৌড়ে লিভারপুলকে এগিয়ে রেখেছে।

ম্যানসিটি, যাদের ফুটবল দুনিয়ায় পেট্রোডলার আগমনের পর দলবদল এবং বড় খেলোয়াড় কেনার রেকর্ড রয়েছে, তাদের সামনে এবার কঠিন প্রতিযোগিতা রয়েছে। ভির্টজ এবং ওলমো—এই দুই তারকাকে দলে ভেড়াতে গেলে বড় অঙ্কের অফার প্রয়োজন হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...