28 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

“আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডের ৮ তারকার নাম ফাঁস!”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রথম প্রাথমিক স্কোয়াডের জনের নাম ফাঁস হয়েছে। যেখানে বেশ কিছু চমকপ্রদ নাম রয়েছে, তাদের মধ্যে ২০১৬ সালে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলা অস্কারও রয়েছেন। আনচেলত্তি এই স্কোয়াডের মাধ্যমে তার ব্রাজিল যাত্রা শুরু করতে যাচ্ছেন, যা আগামী ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত চলবে।

প্রাথমিক স্কোয়াডের মধ্যে জন খেলোয়াড় ফ্ল্যামেঙ্গো থেকে, একজন সান্তোস এবং একজন সাও পাওলো থেকে নির্বাচিত হয়েছেন। ফ্ল্যামেঙ্গো থেকে রয়েছেন লিও অর্টিজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ওয়েসলি, গেরসন এবং পেদ্রো। সান্তোস থেকে আছেন ফরোয়ার্ড নেইমার এবং সাও পাওলো থেকে মিডফিল্ডার অস্কার। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই তালিকায় নাম থাকা অস্কার ২০১৬ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে শেষবার খেলেছিলেন।

গুঞ্জন রয়েছে, রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ক্যাসেমিরোকে দলে অন্তর্ভুক্ত করার জন্য আনচেলত্তি প্রস্তাব দিয়েছেন। এছাড়া রিয়াল মাদ্রিদে খেলা আনচেলত্তির দুই শিষ্য, ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো স্কোয়াডে থাকবেন, এমনটা অনেকটাই নিশ্চিত।

আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন, যা ব্রাজিল ফুটবলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে তাকে দায়িত্বপ্রাপ্ত করেছে। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ ব্রাজিলের প্রধান কোচ হিসেবে পূর্ণ মেয়াদে দায়িত্ব পাননি।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...