21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

সোমালিয়ায় সেনা নিয়োগ কেন্দ্রে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ১৩

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সেনা নিয়োগ কেন্দ্রে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৮ মে) দামানিয়ো সেনাঘাঁটির বাইরে এই হামলার ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীতে যোগ দিতে অপেক্ষমাণ তরুণদের ভিড়ের মাঝেই হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বিস্ফোরণের পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা।

যদিও এখনও পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে স্থানীয় নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, দীর্ঘদিন ধরে সোমালি সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়া জঙ্গিগোষ্ঠী আল-শাবাবই এই হামলার পেছনে থাকতে পারে। আগের দিন শনিবার হিরান অঞ্চলে ব্যাটালিয়ন ২৬-এর কমান্ডার কর্নেল আব্দিরাহমান হুজালে বিদ্রোহীদের গুলিতে নিহত হন। সেই ঘটনার দায় স্বীকার করেছিল আল-শাবাব। ধারণা করা হচ্ছে, তারই প্রতিশোধ হিসেবে এই আত্মঘাতী হামলা চালানো হয়েছে।

সোমালিয়ায় আল-শাবাবের সহিংসতা নতুন নয়। ২০২৩ সালেও জালে সিয়াদ সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় ২৫ জন সৈন্য নিহত হয়েছিলেন।সরকারি সূত্র জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং মোগাদিসু জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...