27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে সাহানা সুমি-ফেরদৌসী মজুমদারের ‘আগন্তুক’

বাংলাদেশের চলচ্চিত্র ‘আগন্তুক’(দ্য স্ট্রেঞ্জার) ২৩তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলাদেশের চলচ্চিত্র ‘আগন্তুক’(দ্য স্ট্রেঞ্জার)। বিপ্লব সরকারের নির্মিত এই চলচ্চিত্রটি এর আগে এশিয়ার অন্যতম বৃহত্তম চলচ্চিত্র আসর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার হয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে জায়গা করে নিয়েছিল এটি। এবার ২৩তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সিনেমাটি। আগামী ১৮ জানুয়ারী বিকেল ৩টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রর্দশিত হবে।

এটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার ও সাহানা রহমান সুমি। আরও রয়েছেন রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন, নাঈমা তাসনিমসহ অনেকেই। চলচ্চিত্রটি ২০১৯-২০২০ সালে বাংলাদেশ সরকারের অনুদান পায়। উল্লেখ্য, ২০২২ সালে এটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারের ভিউয়িং রুমের রিকমেন্ডস বিভাগে পোস্টপ্রোডাকশন স্টেজের সেরা চলচ্চিত্র হিসেবে প্রসাদ ল্যাব ডিআই ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন পুরস্কার জিতে নেয়। চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামে ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেক দিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানাপোড়েন।

সিনেমাটি নিয়ে সুমি বলেন, ‘আগন্তুক অত্যন্ত সাহসী একটি প্রযোজনা। খুবই সময়োপযোগী গল্প এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রগুলো থেকে এর নির্মাণশৈলীও একেবারে আলাদা।’

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...